• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সমন্বয় সভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৭ পিএম;
ডিমলায় পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সমন্বয় সভা
ডিমলায় পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সমন্বয় সভা

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭-আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী।.

 .

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার (ওসি-তদন্ত) আব্দুর রহিম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান  প্রমুখ।.


সমন্বয় সভায় উপজেলায় সর্বজনীন পেনশন সম্পর্কিত সকল কর্মসূচি ব্যাপকভাবে প্রচার, এবং ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের আয়োজন করে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন মেলা আয়োজন করা, সর্বোপরি এই পেনশন স্কিমে সকলকে উৎসাহিত করাসহ নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।.


সভায় খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান ছামসুল হক, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ