"মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় ১শ ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। .
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মানসম্মত ও ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়। .
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। .
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। .
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ,কে,এম সাজ্জাদুজ্জামান এর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষার মান নিয়ে বক্তব্য দেন পচারহাট বেঙ্গের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মোঃ রায়হান ইবনে আবেদীন, মধ্যছাতনাই ময়দানের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিম উল ফারুক (ডলার), পচারহাট কুঠিপাড়া কাদমম্বিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদুল হক, গয়াবাড়ী সূর্যমূখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তাজউদ্দীন, রুপাহাড়া কামারের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি মোস্তাহেদুল ইসলাম। .
প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষককে আধুনিকতার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তা শিক্ষার্থীদের কাছে বিলিয়ে দিতে হবে। মান সম্মত শিক্ষার জন্য শিশুদের জন্য খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণাগার করা হবে। শিক্ষকদের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়তে পারলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। পরে শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি।. .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: