জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ৷ শুক্রবার (১৪-এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে, পুনরায় উপজেলা চত্ত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়৷ মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ অংশ গ্রহণ করেন।.
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান প্রমুখ।.
এবছর শুক্রবার ও পবিত্র রমজান মাস হওয়ার কারণে দুপুরের মধ্যেই সবধরনের বৈশাখী কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: