• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম;
ডিমলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
ডিমলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ "তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার (৩১-মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি তামাক বিরোধী র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।.

 .

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।.

 .

বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে নিজ পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন, নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলি।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ