• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় শিয়ালের কামড়ের আঘাতে ১৪ আহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৮ পিএম;
ডিমলায় শিয়ালের কামড়ের আঘাতে ১৪ আহত
ডিমলায় শিয়ালের কামড়ের আঘাতে ১৪ আহত

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বন্য প্রাণী শিয়ালের আঘাতে গুরুতর আহত হয়েছে ছোট-বড় ১৪ জন নারী পুরুষ।  ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের রামডাঙ্গা গ্রামে।  জানা গেছে বৃহস্পতিবার (২০-এপ্রিল) সকালে রামডাঙ্গা এলাকার মানুষজন সিংগাহাড়া নদীর পাশে থাকা তাদের কৃষি জমিতে মরিচ তুলতে গেলে, মরিচ তোলার সময় হঠাৎ গায়ে ডোরাকাটা রঙের খেক শিয়াল বেড়িয়ে মানুষজনের শরিরের বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ডিমলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। রামডাঙ্গা গ্রামের মৃতঃ শাখিমুদ্দি ছেলে মোঃ খোকন ইসলাম বলেন (৫০) বলেন মরিচ খেত থেকে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হই আমরা৷ তিনি আরও বলেন, কয়েক ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে এই বন্য প্রাণী আহত করায় এখন রামডাঙ্গা গ্রামের মানুষজন ভিশন আতঙ্কে আছে।.

 .

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মমিনুর রহমান বলেন, সকালে শিয়ালের আক্রমণের শিকার হয়ে ১৪ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আহতরা এখন নিজ নিজ বাড়িতে চলে গেছেন।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ