• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ মাসে ১৪ জনের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৭ এএম;
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ মাসে ১৪ জনের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ মাসে ১৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৬ কিলোমিটার সড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের প্রথম দু'মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) সড়কে ১৪ জনের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি ও ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগের অভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।.

মহাসড়কের ফাজিলপুর অংশে দুর্ঘটনায় মৃত্যুর কারণ জানতে চাইলে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান চৌধুরী বলেন, চলতি বছরে মহাসড়কের ফাজিলপুর অংশে ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর তথ্য পুলিশের কাছে এসেছে। এ স্থানে পথচারী পারাপার ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। নিহত ৯ জনের মধ্যে ৬ জন ছিলেন পথচারী।  .

এছাড়া মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, চলতি বছরে মহিপাল হাইওয়ে থানা পুলিশের আওতাধীন এলাকায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ৪টি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। .

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ফেনী জেলার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা গণমাধ্যমকে বলেন, সড়কে চলাচলরত গাড়ি চালকদের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে দুর্ঘটনা বাড়ছে। এছাড়াও ফেনীর আয়তনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা অনেক বেশি। সাম্প্রতিক সময়ে সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে হাইওয়ে পুলিশের যথাযথ নজরদারি থাকলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ