রাজশাহীর তানোর পৌরসভার মোট এক হাজার ৫৪০ জন হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।.
জানা গেছে, গত ২৫ রোববার তানোর পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতর উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।.
তানোর পৌরসভার উদ্যোগে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনির উপস্থাপনায় সভাপতিত্ব করেন তানোর পৌর মেয়র ইমরুল হক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।.
তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক ও সোনিয়া সরদার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞা, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুপ্রমুখ।.
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তানোর পৌর সভার ৯ টি ওয়ার্ডের এক হাজার ৫৪০ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এসময় তানোর পৌর মেয়র ইমরুল হক আগামিতে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সঙ্গে থাকার ওয়াদা করেন।.
ডে-নাইট-নিউজ / তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: