• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম;
দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন।
দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন।

দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, আজ #দান_সংগঠন এর সার্বিক সহযোগিতায় অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ খোরশেদ আলম এর অর্থায়নে প্রায় ৩৫০+ হতদরিদ্র পরিবারের জন্য রমজান এর উপহার। উপহার সামগ্রীগুলোঃ ১। চাল = ৪ কেজি ২। গুল আলো= ২ কেজি ৩।পেঁয়াজ = ১ কেজি ৪। তৈল = ৫০০ মি.লি ৫। ডাল = ৫০০ গ্রাম ৬। লবণ = ৫০০ গ্রাম। এই উপহার সামগ্রী দান সংগঠন এর স্বেচ্ছাসেবকগণ প্রতিটি হতদরিদ্র পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে। হে মহান রাব্বুল আল আমিন, আপনি এই খাদ্য সামগ্রীর হাদিয়া কবুল করুন। আমিন।.

.

ডে-নাইট-নিউজ / Methan Ahmed Durjoy

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ