স্থানীয় জনপ্রতিনিধিদের বাধার কারণে দীর্ঘ ১১ মাস ধরে নতুন বিদ্যুৎসংযোগ থেকে বঞ্চিত ছিলেন এক গ্রাহক। অবশেষে বানিয়াচংয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পেলেন ভুক্তভোগী। বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এলাকায় যায়।.
তারা বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশার আ: নুর মিয়ার ছেলে মো: আরজু মিয়ার বসত ঘরে বিদ্যুতের সংযোগ প্রদান করেন।.
তুচ্ছ বিষয় নিয়ে বানিয়াচং ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শামীম মিয়ার সাথে বিরোধ চলছিল পরিবারটির। ফলে বিগত ১১ মাস ধরে পরিবারটি বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো: আবুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু ও বানিয়াচং থানা পুলিশের এসআই মহসিন।.
বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে গ্রাহক আরজু মিয়া জানান, প্রশাসন, পল্লীবিদ্যুতের ডিজিএম ও সাংবাদিকদের সহায়তায় দীর্ঘদিন পর হলেও বিদ্যুৎ সংযোগ পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।. .
ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: