আদিকাল হতে দুর্ভোগের শিকার এলাকাবাসী। দেশের আনাচ কানাচে উন্নয়ন আর জনজীবনে আধুনিকতার ছোঁয়া লাগলেও এ এলাকা নিয়ে কর্তারা ভাবেন না বলেই চলে। জনপ্রতিনিধিদের কাছে অসংখ্যবার এলাকাবাসী যোগাযোগ করেও এর কোনো সমাধান পাচ্ছেন না। স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রীর কাছেও একটি রাস্তা পাকাকরণ কাজের জন্য অনেক অনুরোধ আর কাগজপত্র দিয়ে কাঙ্খিত আশা পুরণ হচ্ছে না। কাঁদা আর চরম কষ্টে রোগী পরিবহন সহ দৈনন্দিন জীবনের তাগিদ মেটাতে হচ্ছে হাজার হাজার মানুষের। আশ-পাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াতে এই রাস্তা ছাড়া বিকল্প আর নেই। .
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগনজ বাজার -পাকিছিরি ভায়া উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাটি এলজিইডির অন্তর্ভুক্ত হয়েছে কয়েক বছর পূর্বে। গেল বছর রাস্তাটি পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান এটি শীঘ্রই পাকাকরণের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিশ্রুতি দেন। তাতেও বছর পেরিয়ে গেলে টেন্ডার পর্যন্ত হয়নি বলে জানা গেছে। .
ঘাসিগাও, পাহাড় পুর, খাজাঞ্চি গাঁও, কান্দিগ্রাম, পাকিছিরি, প্রয়াগমহল, কাবিলপুর, চন্দগ্রাম সহ এলাকার জনগুরুত্বপূর্ণ ওই রাস্তার বেহাল অবস্থা সরেজমিনে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাকাকরণের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন পাকিছিরি গ্রামের মুরব্বি জালাল উদ্দীন, সোনাফর আলী, চমক আলী , মনু মিয়া, বারিক মিয়া, মোজাম্মিল আলী, মো. সায়েস্তা মিয়া, সাদক আলী, পাহাড় পুর গ্রামের, সেলিম আহমেদ, কাবিল পুর গ্রামের আব্দুল কাহার, ঘাসিগাও গ্রামের গোলাম শাহ নেওয়াজ শিবলু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।. .
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া:
আপনার মতামত লিখুন: