• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পিরোজপুরে পাউবো জেলা কার্যালয় নির্মানে নয়-ছয়ের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম;
পিরোজপুরে পাউবো জেলা কার্যালয় নির্মানে নয়-ছয়ের অভিযোগ
পিরোজপুরে পাউবো জেলা কার্যালয় নির্মানে নয়-ছয়ের অভিযোগ

লোহার পাইপ ও স্টিল পাতের স্থানে বাঁশ ও কাঠের ব্যবহার করে.

পিরোজপুরে পাউবো জেলা কার্যালয় নির্মানে নয়-ছয়ের অভিযোগ.



পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের ভবনের ২য় তলার নির্মানে কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভবনের ২য় তলার ছাদ নির্মানের সেন্টারিংএ  লোহার পাইপ ও স্টিল পাতের ব্যবহারের কথা থাকলেও লোহার পাইপের স্থানে জোড়া তালি দেয়া বাশঁ ও স্টিল পাতের স্থানে কাঠের ব্যবহার করা হচ্ছে। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ২য় তলায় এ অনিয়ম ও দুর্নীতি চললেও কাজের তদারকীর দায়িত্বে থাকা কর্মকর্তার সব কিছুই না দেখার ভান করছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, পিরোজপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর জেলা কার্যালয়ের ২য় তলার ভবনের নির্মান কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। বর্তমানে ভবন ও ছাদ নির্মানে কাজ করছে মোহাম্মদ ইউনুস এ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৩ সালের ০১ মে শুরু হওয়া কাজটি শেষ হবার কথা রয়েছে ২০২৪ সালের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে। কাজটির চুক্তিমুল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লক্ষ ৪৬ হাজার ৩৫৬ টাকা। তবে চলমান এ কাজে ইতিমধ্যেই নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র ইতিমধ্যেই সবার সামনে এসেছে। কার্যাদেশে পাথর দিয়ে ঢালাই ছাদের সেন্টারিং এ লোহার পাইপ ও স্টিল পাতের ব্যবহার করার কথা উল্লেখ আছে কিন্তু লোহার পাইপের স্থানে ব্যবহার করা হচ্ছে জোড়া তালি দেয়া বাশঁ ও স্টিল পাতের স্থানে কাঠের ব্যবহার করা হচ্ছে। এছাড়া ছাদ ঢালাইয়ের কাজে যে রড ব্যবহার করা হয়েছে তা নিয়েও  একাধিক অভিযোগ রয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক পাইবো একজন ঠিকাদার জানান, জেলা পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তাদের যোগসাজসে এমন কার্যক্রম তাদের মাথার উপরেই চলছে। সবাই বিষয়টি দেখেও কেউ না দেখার মতো অবস্থা হয়েছে।  লোহার পাইপের স্থানে জোড়া তালি দেওয়া বাঁশ ব্যবহারের কারনে যে কোন সময় পাথর দিয়ে ঢালাই ছাদ ভেঙ্গে পড়তে পাড়ে। তাই এই কার্যালয়ে বর্তমানে কোন কাজের জন্য আসা সকলের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ঠিকাদার ও কর্মকর্তাদের কারেনই এ অনিয়ম হচ্ছে। এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের উপরোস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে কাজের ঠিকাদরী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এ্যান্ড ব্রাদার্সের কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। জানা গেছে ঠিকাদরী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এ্যান্ড ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে মূল ঠিকাদারের বাইরে অন্য কেউ এ কাজ করছে।  তবে তারা কেউই এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে পিরোজপুর পাইবোউপ-বিভাগীয় প্রকৌশলী আবু জাফর মো: আলমগীর জানান, কাজে কিছুটা অনিয়ম হয়েছে তবে এতে কোন সমস্যা হবে না। তারা বিষয়টি দেখছেন।

এ বিষয়ে পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন কোন কথা বলতে রাজি হননি।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ