• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস - ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম;
পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস - ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন
পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস - ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন

পিরোজপুর প্রতিনিধি : "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস - ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় এক আলোচনা সভা ও সভা পরবর্তী হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। .

 .

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। .

এ সময় বক্তারা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে জানিয়েছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। আলোচনা সভা শেষে পাঁচজন প্রতিবন্ধীকে পাঁচটি হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ