পিরোজপুর প্রতিনিধি : প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ পিরোজপুরের তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নি কর্মকর্তা। আজ সোমবার বিকেল ৪ টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নি অফিসার মোঃ মিজানুর রহমান বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে।
আগামী ৮ মে ইভিএম পদ্ধতিতে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় মোট ৩ লক্ষ ৬৯ হাজার ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নি অফিসার মোঃ মিজানুর রহমান জানান, প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের তিনটি উপজেলায় মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আজকে প্রত্যাহারের শেষ দিন ছিলো কিন্ত কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। তিনটি উপজেলাতেই নির্বাচনি পরিবেশ সুন্দর সুশৃঙ্খল রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: