• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পুনর্বাসনকল্পে ফুলবাড়ীতে ৮ জন ভিক্ষুক পেলেন গরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম;
পুনর্বাসনকল্পে ফুলবাড়ীতে ৮ জন ভিক্ষুক পেলেন গরু
পুনর্বাসনকল্পে ফুলবাড়ীতে ৮ জন ভিক্ষুক পেলেন গরু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার (৯ মে) ৮ জন ভিক্ষুকের পুনর্বাসনকল্পে প্রত্যেককে একটি করে গরু প্রদান করা হয়েছে।.

সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত ভিক্ষুকদের মাঝে গরু বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী. জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, এনামুল হক প্রমুখ।.

শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৮জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে একটি করে গরু প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
    
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার প্রবীণ, অক্ষম, দুস্থ দুর্ঘনায় ক্ষতিগ্রস্ত ৭জনের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ