মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নিপীড়নের অপরাধে সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে নীলফামারীর ডিমলা উপজেলায় মানববন্ধন করেছে একদল সচেতন শিক্ষার্থীবৃন্দ।.
মঙ্গলবার (৪-এপ্রিল) দুপুর ২টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।.
মানববন্ধনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, প্রথম আলো এর আগেও এই দেশ তথা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। স্বাধীনতাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক ও মিথ্যা প্রচারণা চালাক তা আমরা চাই না। আমরা প্রথম আলো সম্পাদককে গ্রেফতারের দাবী জানাচ্ছি।.
জনতা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী আপন ইসলাম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই একদল অপ-সাংবাদিক ও স্বাধীনতাবিরোধী চক্র দেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রথম আলোর এই সম্পাদক শুধু স্বাধীনতা বিরোধীই করে নাই, আমাদের প্রিয় নবীকে নিয়েও কটুক্তি করেছেন। আমরা বলতে চাই তিনি কোথায় থেকে এতো শক্তি পান? আমরা অবিলম্বে তাকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।.
এ সময় ডিমলা সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী লেলিন ইসলাম বলেন, প্রথম আলো টাকার বিনিময়ে একটি শিশুর বক্তব্য প্রচার করেছে। আমরা সোশাল মিডিয়ার মাধ্যমে দেখেছি ৭১ টিভির একজন সাংবাদিক সেই সত্য উন্মোচন করেছেন। প্রথম আলো অসত্য সংবাদ প্রচার করে এই জাতিকে বিভ্রান্ত করেছে। আমরা জানি সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিক ভাই বোনেরা প্রতিনিয়ত গঠনমূলকভাবে মানুষের কথা তুলে ধরবেন সেটা আমরা প্রত্যাশা করি। .
ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী শুভ ইসলাম বলেন, আজকে যে দাবিতে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তা যৌক্তিক। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে এই স্বাধীনতাকে ব্যবহার করে যারা পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে, দেশে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই মানববন্ধন। .
মানববন্ধনে আরও বক্তব্য দেন, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী পাভেল ইসলাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জরিফ ইসলাম প্রমুখ।. .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: