• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম;
ফুলবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
ফুলবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১১ টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। .


উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী কর্মকর্তা ড. আফিকা আকবর তৃষা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মানিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, দুগ্ধ উৎপাদনে উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের সফল নারী খামারী এসরিফুন নাহার, দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সফল খামারী শাখাওয়াত হোসেন প্রমুখ। .


শেষে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিদ্বয়সহ আগত সুধিজন। প্রদর্শনীতে দেশি ও বিদেশি জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, খরগোসসহ বিভিন্ন প্রাণির স্টলসহ ৪০ টি স্টল অংশ নেয়। প্রদর্শনীতে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে। 
 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ