• ঢাকা
  • সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কারের অর্থপ্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৫৪ পিএম;
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কারের অর্থপ্রদান
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কারের অর্থপ্রদান

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শতবছরের প্রাচীন সামাজিক সংগঠন জগন্নাথপুর রাজবংশী ক্ষত্রিয় সমিতির উদ্যোগে উপজেলা কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।  রবিবার দুপুর ১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর রাজবংশী ক্ষত্রিয় সমিতির কার্যালয়ে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়। .


অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রণবেশ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সভাপতি প্রবীণ চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য জ্যোতিষ চন্দ্র রায় প্রমুখ।  শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, ৩টি মন্দির সংস্কারের অর্থ ও ২০ জন হতদরিদ্র অসুস্থ্য রোগীর মাঝে চিকিৎসার সহায়তা তুলে দেন দেয়া হয়। 
 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ