দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শতবছরের প্রাচীন সামাজিক সংগঠন জগন্নাথপুর রাজবংশী ক্ষত্রিয় সমিতির উদ্যোগে উপজেলা কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। দুপুর ১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর নি¤œমাধ্যামিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়। .
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী। .
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক সালাম প্রামানিক, জগন্নাথপুর নি¤œমাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সংগঠনটির সভাপতি প্রবীণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রণবেশ চৌধুরী, কোষাধ্যক্ষ হিরেন্দ্র নাথ বর্মন হিরু প্রমুখ।.
শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, তিনটি মন্দির সংস্কারের অর্থ ও তিনজন অসুস্থ্য রোগীর মাঝে চিকিৎসার সহায়তা তুলে দেন অনুষ্ঠানে অতিথিদ্বয়।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: