• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচনে রেজাউল করিম সভাপতি নির্বাচিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম;
ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচনে রেজাউল করিম সভাপতি নির্বাচিত
ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচনে রেজাউল করিম সভাপতি নির্বাচিত

দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সরকার ২৫০ ভোটে সভাপতি, কামরুজ্জামান ৩০৫ ভোটে সাংগঠনিক সম্পাদক এবং বেলাল হোসেন ম-ল ২৬৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ২৫৮ এবং আমজাদ হোসেন ২৫৮ সমান সংখ্যক ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদের ফলাফল স্থগিত রেখেছেন নির্বাচন কমিশন।.

স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার (১২ আগস্ট) সকাল ৯ থেকে শুরু হয়ে শিক্ষকদের প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৩টায় শেষ হয়। বিকাল সাড়ে পাঁচটায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে অন্যান্য পদের নির্বাচিতরা হলেন, ৩২৪ ভোট পেয়ে মোস্তাফিজার রহমান এবং ৩১১ ভোট পেয়ে আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। .

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে ১৯ টি পদের মধ্যে ১৪ টি পদে বিনাপ্রতিন্দ্বন্দ্বীতায় ইতোপূর্বেই নির্বাচিত হয়েছেন। উল্লেখিত ৫টি পদে ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। .

নির্বাচনের প্রিজাইডিং অফিসার পার্বতীপুরের রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৭ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫২১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পড়ায় ওই পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। .

প্রধান নির্বাচন কমিশনার উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বলেন, দীর্ঘ ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ