• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম;
ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকীতে একজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন ও দুইজন কৃষকের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
গত ২৯ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার উপস্থিত ছিলেন।
উপজেলার আলাদিপুর ইউপির বাসুদেবপুরের মো. রবিউল ইসলামকে কম্বাইন হারভেস্টার, একই ইউনিয়নের ভিমলপুর গ্রামের মানিক মন্ডল ও উত্তর রঘুনাথপুর গ্রামের রুস্তম রানা‘র ধান মাড়াই মেশিন হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, কম্বাইন হারভেস্টারে শ্রমীক ঘাটতি কমানো, দ্রুত ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে। ম্যাকডোনাল্ড ক্রোপ কেয়ার কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ২৪ লক্ষ টাকা যা সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকীতে ১২লক্ষ টাকায় দেওয়া হয়েছে। এছাড়া উত্তরণ ইঞ্জিনিয়ারিং এর ২লাখ ৫০হাজার টাকা মূল্যের দুইটি ধান মাড়াই মেশিন ৫০শতাংশ ভর্তুকীতে বিতরণ করা হয়েছে।
 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ