• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে ৬ নারী পেলেন সেলাই মেশিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম;
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে ৬ নারী পেলেন সেলাই মেশিন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে ৬ নারী পেলেন সেলাই মেশিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন ও দুই নারী পেয়েছেন আর্থিক অনুদান। .

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।.

এতে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা ম-ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ২নং পৌর প্যানেল মেয়র হারান দত্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, সদস্য সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার প্রমুখ।.

শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন ও দুই জন নারীকে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিদ্বয়।.

এদিকে জাতীয় এই অনুষ্ঠানটির কোনোপ্রকার প্রচার-প্রচারণা না করাসহ গণমাধ্যমকর্মীদেরকে অনুষ্ঠানের বিষয়ে এক ঘন্টা আগে ফেসবুক ম্যাসেঞ্জারগ্রুপের মাধ্যামে অবগত করায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। .

অনুষ্ঠানটিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ