• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি দাম চড়া, কৃষকদের মুখে হাসি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম;
বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি দাম চড়া, কৃষকদের মুখে হাসি
বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি দাম চড়া, কৃষকদের মুখে হাসি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর বাজারসহ ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে আগাম জাতের বিভিন্ন প্রকার শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে দাম চড়া হওয়ায় কৃষকরা লাভবান হলেও, নিম্নবিত্ত পরিবারের লোকেরা এ সময় কিনতে পারছেন না আগামী জাতের এসব সবজি।.

পাইকারি ও খুচরা সবজি ব্যবসায়িরা বলছেন, বর্তমানে বাজারে যে পরিমাণ আগাম জাতের সবজি উঠছে, তা চাহিদার তুলনায় একেবারেই কম হওয়ার কারণেই দাম বেশি হয়ে গেছে। তবে কিছুদিনের মধ্যেই বাজারে এসব সবজির আমদানি বেড়ে গেলেই দামও কমে আসবে। তখন সব শ্রেণির ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যেই থাকবে এসব সবজি। .

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নে ৪৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে চলতি খরিপ-২ মৌসুমে ৫৫ হেক্টর জমিতে সবজি চাষাবাদ করা হয়েছে। উপজেলার মধ্যে পৌর এলাকার সুজাপুর, কৃষ্ণপুর, লালপুর, দৌলতপুর, পলিপাড়া, হড়হড়িয়া, আলাদিপুর, ভিমলপুর, পাঠকপাড়া, লক্ষণপুর, কোয়ারপুর, শিবনগর, পলিশিবনগরসহ প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই আগাম জাতের সবজি চাষাবাদ হচ্ছে। এতে কৃষকরা আশানুরুপ লাভবান হচ্ছে। .

উপজেলার পৌর বাজারসহ আটপুকুরহাট, পুখুরীহাট ও আমডুঙ্গি হাট ঘুরে দেখে গেছে, এসব বাজারে আগামী জাতের শীতকালীন বিভিন্ন প্রকার সবজি উঠতে শুরু করেছে। বাজারে ওঠা আগাম জাতের সবজি মধ্যে, ফুলকপি, বাধাঁকপি, মুলা, সিম, বরবটি, টমেটো, গাজর, লাউ প্রভৃতি রয়েছে। তবে বাজারে চাহিদার তুলনায় এসব আগাম জাতের সবজির আমদানি কম হওয়ায় চড়া দাম হাকছেন বিক্রেতারা। এ কারণে নিম্নবিত্ত পরিবারের মানুষের পক্ষে এ মুহুর্তে শীতকালীন সবজি কেনা সম্ভব হচ্ছে না। বর্তমানে হাটবাজারে ফুলকপি প্রতিকেজি প্রকার ভেদে ৯০ থেকে ৯৫ টাকা, বাধাঁকপি ৫০ থেকে ৫৫ টাকা, মুলা ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪২ থেকে ৪৫ টাকা, সিম ১৬ থেকে ১৭০ টাকা, শসা ৫৫ থেকে ৬০ টাকা, গাজর ১৩৫ থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।.

ফুলবাড়ী খুচরা সবজি বাজারে বাজার করতে আসা রিকশা চালক আফজাল হোসেন বলেন, ইচ্ছা ছিল বাজার থেকে কিছু আগাম জাতের শীতকালীন সবজি কিনবেন। কিন্তু দাম বেশি হওয়ায় সেটি কেনা হয়নি। যখন দাম কমবে তখন এসব সবজি কিনবেন। .

খুচরা সবজি ব্যবসায়ি হারুন উর রশীদ বলেন, সবেমাত্র আগামী জাতের শীতের সবজি উঠতে শুরু করেছে। আমদানি কম হওয়ায় দাম একটু চড়া। তবে আমদানি বাড়লে, দামও কমে আসবে। 
 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর আলম বলেন, উপজেলায় এক হাজার ৭৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি চাষাবাদ হয়েছে। বেশি লাভের আশায় কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদ করেন। আগাম জাতের সবজি হাটবাজারে উঠতে শুরু করেছে। 
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ