হবিগঞ্জের বানিয়াচঙ্গের ৪নং যাত্রাপাশা ইউনিয়নের ১৬ নং যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সমুর্তাজিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তা ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে। .
সরেজমিনে দেখা যায় - উপজেলা সদরের গ্যানিং গঞ্জ বাজারের এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে ছোট বড় অসংখ্য যান বাহন সহ কয়েক হাজার লোকজন। বাজারের পশ্চিম মাথা থেকে কুন্ডুর পাড় পর্যন্ত ১ কিলোমিটার পাকারাস্তা জুড়ে কয়েক শত ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তাটির বেহাল দশা হওয়ায় যানবাহনে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সকলকে।.
রাস্তার অধিকাংশ স্থানে পিচ ঢালাই উঠে যাওয়ায় অল্প একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমা হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যার ফলে পায়ে হেটে চলাচল করতে গিয়েও চরম ভোগান্তুিতে পড়তে হয় এলাকাবাসী সহ পথযাত্রী সকলকে। .
১৬ নং যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমুর্তাজিয়া হাফিজিয়া মাদ্রাসা পর্ন্ত পাকারাস্তার দুই পাশে দুটি ভয়ানক গর্তের সৃষ্টি হয়েছে, রাস্তার মোড়ে পাশাপাশি গর্ত গুলো সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচল করতে গিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে ভাঙ্গা জায়গাটুকু অতিক্রম করতে হয় বলে জানিয়েছেন নোয়াহ গাড়ির চালক মঞ্জিল মিয়া সহ বেশ কয়েকজন মিশুক ও টমটম চালক। .
একসাথে কয়েকটা যানবাহন আসলে এবং এইসময়ে স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করতে গিয়ে স্থানটিতে এসে কয়েক শত শিক্ষার্থীকে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় বলেও জানিয়েছেন তারা। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী ভয় পেয়ে গর্তে পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়ে যেতেও দেখা গিয়েছে বলে জানিয়েছেন অভিভাবক গন সহ এলাকাবাসী।.
বড় রকমের দুঘটনা ঘটে যাওয়ার আগে গুরুত্ব পূর্ণ স্থানে সৃষ্টি হওয়া গর্তগুলো ভরাট করে সংস্কার করে দেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী সহ অভিভাবক বৃন্দ।. .
ডে-নাইট-নিউজ / রিতেষ কুমার বৈষ্ণব-
আপনার মতামত লিখুন: