১৮ই জুন ২০২৩ ইং রবিবার এই প্রথম সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন থিয়েটার এর উদ্ভোধন করা হয়েছে।.
অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শরীফুল হাসান। .
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নুরে আলম শামীম, সিভিল সার্জন ডা: এস এম শাহরিয়ার, বিশ্বনাথ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সুমন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা: অর্পিতা ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেসিয়া ডা: তপজিত ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বৈষনব, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ ও নার্স।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।.
সিজারিয়ান অপারেশন চালুর পাশাপাশি দিনের প্রথম অতিথিবৃন্দ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যম্পেইন এর শুভ উদ্ভোধন করেন। এসময় বিশ্বনাথ উপজেলায় ১৯৪ টি কেন্দ্রে ( ৬-১১ মাস) বয়সী নীল ক্যাপ্সুল খাওয়ানো হয়েছে মোট ২৬৯৫ টি শিশু এবং (১২-৫৯ মাস) বয়সী লাল২২৫৮৪ টি শিশুকে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়।.
খাজাঞ্চি ইউনিয়নের জনাব ফয়সাল আহমেদ এর স্ত্রীর সিজারের মাধ্যমে এ অপারেশন সেকশনের যাত্রা শুরু হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক অপারেশন থিয়েটারের উদ্ভোধন পর বিশ্বনাথ উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিয়ে সিজারের মাধ্যমে একটি মেয়ে শিশুকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হন। মা ও নবজাতক সম্পুর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। .
এর মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হয়েছে এমনটাই উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন থেকে উপজেলা বাসীর সিজারিয়ান সেকশন অপারেশন এর জন্য জেলা মুখি হওয়ার ইতি ঘটেছে । উপজেলার সকল নাগরিক এই সেবা গ্রহণ করতে পারেন এই আহবান জানান বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন সুমন।. .
ডে-নাইট-নিউজ / মো: সায়েস্তা মিয়া
আপনার মতামত লিখুন: