• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা: একাধিক প্রতিষ্ঠান প্রধানের অপসারণ দাবীতে বিক্ষোভ
বিশ্বনাথ কামিল মাদ্রাসায় তালা

গত ২৭ আগস্ট থেকে বিশ্বনাথ উপজেলা পৌর শহরে অবস্থিত বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ নুমান আহমদ এর পদত্যাগের দাবী জানিয়ে রাস্তায় নামে মাদ্রাসা পড়ুয়া  ছাত্র ছাত্রী ও স্থানীয় জনতা। এরপর প্রিন্সিপাল পদত্যাগ করবেন বলে স্থানীয়দের সমঝোতায় দুই দিন বিরতিতে আন্দোলন পরিহার করে ছাত্ররা। ২৯ শে আগস্ট আবার ছাত্ররা বিক্ষোভ করলে প্রিন্সিপালের পদত্যাগে বাধ্য করা হবে বলে পুনরায় আশ্বস্ত করেন স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার মুরব্বিগণ। কিন্তু পদত্যাগ নিশ্চিত না হওয়ায় রবিবার ১ সেপ্টেম্বর আবার ছাত্র জনতা মিলে বিক্ষোভ মিছিল বের করে। .

 .

রবিবার দুপুরে ছাত্র জনতা বিশ্বনাথ পৌর শহরে প্রধান সড়কে মিছিল সহকারে বিক্ষোভ ও প্রিন্সিপালের পদত্যাগের দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে মিছিল সহকারে তারা মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর তাঁরা স্থান ত্যাগ করে। ছাত্র ছাত্রীদের পক্ষে বলা হয়েছে প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না এবং ক্লাসে ফিরবে না।.

 .

অপরদিকে বিশ্বনাথ নতুন বাজারে অবস্থিত হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার পদত্যাগের দাবী তুলে আন্দোলন শুরু করেছে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।.

 .

এসময় নেহারুন নেছার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে ছাত্রী ও অভিভাবকগণ মিছিল সহ বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল সহকারে উপজেলা ইউএনও অফিসের সামনে অবস্থান করে পদত্যাগ দাবী করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ পত্র প্রদান করেন। .

 .

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন ছাত্র ছাত্রীদের অভিযোগ পেয়েছেন। তিনি সুনির্দিষ্ট অভিযোগ গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) কর্তৃপক্ষ বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবেন। .

 .

 . .

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ