সিলেটের বিশ্বনাথ উপজেলার আমেরিকায় বসবাসকারী নাগরিকদের সংগঠন 'বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। .
৩০শে এপ্রিল ২৩ ইং নির্বাচন কমিশনে মাধ্যমে ২০২৩-২৫ মেয়াদে এই নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। .
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ, ইনক এর নির্বাচন কমিশন কর্তৃক ১৭ সদস্য বিশিষ্ট কমিটি, নিম্নে উল্লেখিত প্রত্যেক পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করে।.
১. সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: সেবুল খান ২.সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, ৩.সহ-সভাপতি (১) তৌফিকুর রহমান, ৪.সহ-সভাপতি (২) মো: আবুল আলম, ৫.সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, ৬. সহ-সাঃ সম্পাদক আবদুল্লাহ এম আদনান, ৭.কোষাধ্যক্ষ মো: আযম আলী, ৮. সহ- কোষাধ্যক্ষ আব্দুল আহাদ আলকাস মিয়া, ৯.সাংগঠনিক সম্পাদক মো: লিয়াকত আলী, ১০.প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ১১.ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসুক আহমদ, ১২.সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খছরু আহমদ, ১৩.কার্যনির্বাহী সদস্য (১) আব্দুল মনাফ, ১৪. কার্যনির্বাহী সদস্য (২)কবির এ ফারুক, ১৫.কার্যনির্বাহী সদস্য (৩)আবদুল্লাহ এ এম রশিদ, ১৬. কার্যনির্বাহী সদস্য (৪)মাসুম আহমদ, ১৭. কার্যনির্বাহী সদস্য (৫) হিরা মিয়া।.
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ; ইফতেখার সিরাজ (প্রধান নির্বাচন কমিশনার) মখন মিয়া ( নির্বাচন কমিশনার) ও মুফতি লুৎফুর রহমান কাসেমী (নির্বাচন কমিশনার)।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: