মো: সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসায় ছাত্রী ও এলাকার দুঃস্থ, গরীব ৩৫০ টি পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন-নি'য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে ১২তম বার্ষিক কুরবানির গোসত বিতরণ প্রজেক্ট বাস্তবায়ন প্রকল্পের অধীনে খাসির মাংস ও দেড়শত জন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের মধ্যে দেড় লক্ষ টাকা ব্যয়ে বোরকা ও হিজাব বিতরণ করা হয়েছে। .
.
আজ পহেলা জুলাই ২০২৩ ইং শনিবার জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত ( বয়স্ক মহিলা মাদ্রাসা) প্রাঙ্গণে মাংস ও পোষাক বিতরণের আয়োজন করে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ট্রাস্টি পরিবার ও সহযোগী সংগঠন। ২ পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্রীদের মধ্যে বক্তব্য, অতিথিদের উপস্থিতি পরিচিতি সহ পোষাক বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম।.
.
অত্র প্রতিষ্ঠানের মজলিসে সুরা আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ সালিম আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; আলহাজ্ব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; কামরুল ইসলাম ছমির, মাওলানা ফয়জুর রহমান কারিকোনি ও মবশ্বির আলী। .
উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ এম আবুল হাশেম বিএসসি'র প্রতিষ্ঠিত মাদ্রাসায় আজকের অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; ট্রেজারার আব্দুর রহমান, আকবর হোসেন কিসমত, জহুরা খাতুন, আনছারুন নেছা, রুকেয়া বেগম, আয়রুন নেছা, পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মেম্বার, আলমাছ আলী ও কামাল হোসাইন প্রমুখ। .
এসময় মাদ্রাসার উন্নয়ন ফান্ডে জহুরা খাতুন ৫ হাজার টাকা, আনছারুন নেছা ৫ হাজার, রুকেয়া বেগম ৫ হাজার ও আয়রুন নেছা ৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন। .
দ্বিতীয় পর্বে মাদ্রাসার ছাত্রী ও বয়স্ক মহিলা এবং এলাকার দুঃস্থ মিলিয়ে মোট সাড়ে তিন শত পরিবারের হাতে জবাইকৃত ৩৯ টি খাসির মাংস বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: