• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিল দ্বন্দ্বে ধাওয়া: আহত -৯


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম;
বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিল দ্বন্দ্বে ধাওয়া: আহত -৯
বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিল দ্বন্দ্বে ধাওয়া: আহত -৯

বিশ্বনাথ প্রতিনিধিহ : বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিলর দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয়ে আজ। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করছে পৌরশহর জুড়ে। এতে পথচারী সহ দুই পক্ষের ৯ জন আহত হওয়ার দাবী করেছেন উভয় পক্ষ। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে পড়ে। .

 .

রবিবার ২৮ এপ্রিল বিকেলে বিশ্বনাথে মেয়রের বাসভবন সম্মুখে ও খুরশিদ আলী কমপ্লেক্সের সামনে ১০০ ফুট দুরত্বের ভিতরে উভয় পক্ষের সভা আয়োজন কে কেন্দ্র করে বিশ্বনাথ পৌর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মেয়র পক্ষের সভাস্থলে থাকা চেয়ার ভাংচুর করে ধাওয়াকারিরা।.

 .

ধাওয়া পাল্টা ধাওয়ায় পথচারী সহ ৯ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।  আহতরা হলেন  উপজেলার জানাইয়া গ্রামের সমুজ আলী, ওসমানগরের আনোয়ার আলী। এ দুইজন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে মেয়র পক্ষের বলে জানা গেছে। আহত হয়েছেন পথচারী মইরুন নেছা, আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী। কাউন্সিলর পক্ষের সোয়েব আহমদ, শামীম আহমদ, আখলুছ আলী ও আবুল হোসেন। আহত ৩ জন পথচারীকে কাউন্সিল ও পৌর প্যানেল মেয়র রফিক হাসান তাদের পক্ষের লোক বলে দাবী করছেন। .

 .

আহতরা স্থানীয় উপজেলা হাসপাতাল ও সহ ভিন্ন ভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে। মইরুন নেছা নামের আহত এক পথচারী কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রফিক হাসান। .

 .

 .

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বিশ্বনাথ থানা পুলিশে সাথে সিলেটের ওসমানী নগরের সার্কেল এএসপি আশরাফুজ্জমান উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখেন। মেয়রের বাসভবনে হামলা না করতে নিরাপত্তা জোরদার করেন তিনি । এসময় পুলিশ বাসার সম্মুখে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে হামলাকারিদের ছত্রভঙ্গ করে দেয়।.

 .

ঘটনার সুত্রপাতঃ পৌর সভার উন্নয়ন কাজে লুটপাট কে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ ও মারধরের ঘটনা ঘটে বিগত দিনে।  .

 .

ইতিপূর্বে মহিলা কাউন্সিলর রাসনা বেগমের উপর মেয়র পক্ষের হামলারও একটি ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন রাসনা বেগম। এই মামলায় মেয়র ছাড়া ওপর ৭ অভিযুক্ত আদালত থেকে জামিন লাভ করেন। এনিয়ে মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে পৌর শহরে । এই পরিস্থিতির মধ্যে আজ উভয় পক্ষ সমাবেশের আয়োজন করে। সমাবেশ কে ঘিরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। .

 .

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং পৌর মেয়র মুহিবুর রহমানের গ্রেপ্তার ও অপসারণের দাবীতে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মেয়র মুহিবুর রহমানের বাসা থেকে তার (মুহিব) পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করেছি। .

 .

আজকের সৃষ্ট ঘটনা ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সাথে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ