• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বিপুল পরিমাণ মাদকসহ ২জন আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:২৯ পিএম;
বিশ্বনাথে বিপুল পরিমাণ মাদকসহ ২জন আটক
বিশ্বনাথে বিপুল পরিমাণ মাদকসহ ২জন আটক

আজ ২৪শে আগস্ট সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিপুল পরিমাণ মাদক সহ ২জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ২শত ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনাবাজার সড়কের আতাপুর নামক স্থানের সুরমা নদীর পাড় থেকে ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়ননের দুর্যাকাপন গ্রামের মৃত আলী আকবরের ছেলে আনহার আলী ও একই ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত ফিরোজ বক্স’র ছেলে সুহেল বক্স (৩৫)।.

এসময় তাদের কাছ থেকে ভারতীয় মদ ‘এসি ব্লাক ৪৫ বোতল, অফিসার চয়েজ ২শ ১৮ বোতল ও ম্যাকডুয়েল ২২ বোতল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা প্রায়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও নৌকা জব্দ করে পুলিশ।.

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম অজ্ঞাত তিন মাদক কারবারি। অভিযানে নেতৃত্ব দেয়া থানা পুলিশের এসআই গাজী মোয়াজ্জেম, সাইফুল মোল্লা ও এএসআই রেদওয়ান মিয়া জানান, ছাতক থেকে নৌকাযোগে মাদকের বড় চালান, বিশ্বনাথে প্রবেশ করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।.

এসময় ঘটনাস্থলে নৌকা থেকে সিএনজিতে বস্তাভর্তি মাদক লোড করছিল তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত তিনজন পালিয়ে গেলেও ২শ ৮৫ বোতল ভারতীয় মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়।.

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছি। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। .

.

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ প্রতিনিধি 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ