বেনাপোল স্থলবন্দরে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় হঠাৎ করে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় লাঠি ও দা এর কোপে শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ সহ আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। সংঘর্ষ চলাকালীন বন্দরে পণ্য উঠানামা বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা সময় ধরে সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।.
শ্রমিকরা জানান, কয়েকজন ব্যক্তি শ্রমিকের পোশাক পরে সকালে এসে পূর্বের শ্রমিক ইউনিয়নের হিসাব নিকাশ চান। এসময় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হলে এমন ঘটনার সূত্রপাত সৃষ্টি হয়।.
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (অপরাধ) জানান, বন্দরে যেসব শ্রমিকরা কাজ করে, তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।.
তিনি আরো জানান, এঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: