• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মঠবা‌ড়িয়া পৌরসভার ঝুলন্ত ডাস্ট‌বিন গু‌লোর বেহালদশা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম;
মঠবা‌ড়িয়া পৌরসভার ঝুলন্ত ডাস্ট‌বিন গু‌লোর বেহালদশা
মঠবা‌ড়িয়া পৌরসভার ঝুলন্ত ডাস্ট‌বিন গু‌লোর বেহালদশা

পি‌রোজপুর জেলার মঠবা‌ড়িয়া পৌরসভায় ময়লার ভারে ঝুলন্ত ডাস্টবিন গুলো মাটিতে আস্তকুড়ে পড়ে আছে। প্রয়াত সাবেক পৌর প্রশাসক একেএম সেলিম মিয়া'র বাসায় সম্মুখ সড়কের দৃশ্য এটি। এটি এখন আর অপরিচিত কিছু নয়। অন্যান্য ওয়ার্ডেও এ দৃশ্য বেশ পরিচিত মঠবাড়িয়া পৌরবাসীর কাছে। ডাস্টবিন গুলোর কথা বলার শক্তি থাকলে হয়তো বলতো, আর কত ময়লা জমা হলে অপসারণ করা হবে। নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ফলে এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে পৌরবাসীও অতিষ্ঠ হয়ে উঠছে।.

চিকিৎসকরা বলছে, বর্জ্যের দূষণ থেকে পেটের পীড়া, চর্মরোগ, ডায়রিয়া, হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, আলসার, গ্যাস্ট্রিক এমনকি লিভার ও কিডনি নষ্ট হতে পারে।.

অথচ ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে পৌরবাসীকে মুক্তি দেওয়া ও পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করার জন্য ২০২১ সালে নগর উন্নয়নে সরকারের জলবায়ূ ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে মঠবাড়িয়া পৗর শহরের ৯ টি ওয়ার্ডের গুরুপ্তপূর্ণ স্থানে ১৫৫টি সোলার সড়ক বাতি ও ২৬১টি আধুনিক ঝুলন্ত ডাস্টবিন বসানো হয়েছিল‌। নিয়মিত পরিষ্কার না করায় মানুষের ফেলে দেয়া বর্জ্যগুলো ঘুরে ফিরে পড়ে থাকছে লোকালয়ের মাঝেই।. .

ডে-নাইট-নিউজ / জ‌হিরুল ইসলাম, পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি: ‌

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ