পিরোজপুর প্রতিনিধি, জহিরুল ইসলাম: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণির ছাত্র আল-মামুনকে (২০) মারধর করে ১টি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন সহ নগদ ১৫০০০ (পনের হাজার টাকা) ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলার রাজপাড়া গ্রামের রিয়াদুল ফারাজী (১৯) এর বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালতলা বাজারে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই ভুক্তভোগী আল -মামুন থানায় একটি অভিযোগ দায়ের করেন।.
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মঠবাড়িয়া থানা পুলিশ। আল-মামুন উপজেলার রাজপাড়া গ্রামের মোশারফ হোসেনের পুত্র এবং অভিযুক্ত রিয়াদুল ওই একই গ্রামের জাফর ফরাজীর ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আল-মামুন বাড়ি থেকে বাজারে যায়। আল-মামুনকে বাজারের পাশের একটি নির্জন স্থানে একা দেখতে পেয়ে রিয়াদুল লোহার রড ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত আল মামুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর রাত ৯টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন। পরে মঠবাড়িয়া থানার এসআই আবুল কাশেম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন পূর্বক হামলাকারীদের বাড়িতে অভিযান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান এর আগেও রিয়াদুল স্থানীয় বিভিন্ন লোকের সাথে মারামারি সহ নানা অপকর্মে জড়িত। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ বৈঠকও হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: