আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে দত্তনগর কৃষি ফার্মসহ এলাকার মাঠের ধান, কলা, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় আর বৃষ্টিতে ঝড়ে গেছে আম। বুধবার রাতে ও বৃহস্পতিবার বিকালে ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। কৃষকরা জানায়, বৃহস্পতিবার বিকাল ও বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হালকা বাতাস শুরু হয়। ধীরে ধীরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর ধানের বীজ উৎপাদন খামার, পার্শবর্তী করিঞ্চা, বৈচিতলা, বেগমপুর, নওদাগা, বোয়ালিয়া, নস্তি, পাতিবিলা, স্বরূপপুর, কুশাডাঙ্গা, কুসুমপুর, আজমপুর, মদনপুর, আলামপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান ঝড়ে গেছে। নষ্ট হয়ে গেছে ভুট্টাগাছ, পাট, কলাসহ অন্যান্য ফসল। ঝড়ে গেছে অর্ধশত আম বাগানের অর্ধেকেরও বেশি আম। এদিকে ঝড়ে বিধ্বস্থ হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার বিকালেও জেলার বিভিন্ন স্থানে ঝড়ে আঘাত হানে। এতে ফসলের ক্ষতি হয়। গাছপালা ও ঘরবাড়ি ঝড়ে উড়ে যায়। ঝিনাইদহ কৃষি বিভাগের উপ-পরিচালক আজগার আলী বৃহস্পতিবার বিকালে জানান, মহেশপুর উপজেলায় ১৫’শ হেক্টর ধান ক্ষেত চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমের গুটি ঝড়ে গেছে। এছাড়া বৃহস্পতিবার বিকালে ঝড়েও ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করে মন্ত্রনালয়ে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: