সমাজে মাদক, দূর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এসব বন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে বলে মন্তব্য করেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। শনিবার ৪ই মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম গংগাপুর মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয়ে নিজ পিতা মাতার নামে ফাতেমা খাতুন - সাহাদাত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগের নব নির্মিত ফাতেমা খাতুন মিলনায়তন ও সাহাদাত-ফাতেমা ট্রাস্ট গ্রন্থাগারের শুভ উদ্ভোদন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।.
এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এবিএম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, দালাল বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আবুল কাসেম, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ কামরুল ইসলাম কিরণ, উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কামরুল ইসলাম প্রমূখ।.
অনুষ্ঠানে ইউনিয়নের অন্য তিনটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয় এবং মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। . .
ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: