• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষাকল্পে সচেততানামূলক সভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম;
মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষাকল্পে সচেততানামূলক সভা
মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষাকল্পে সচেততানামূলক সভা

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রামু উপজেলা রাজারকুল রেঞ্জের উদ্যোগে  কক্সবাজার  দক্ষিণ   বন বিভাগের  সহযোগিতায় (শনিবার) ২৭ই নভেম্বর   “মানুষ  – হাতি সংঘাত” নিরসন    শীর্ষক  বন্যপ্রাণী সংরক্ষণ,সামুদ্রিক জীববৈচিত্র্য এবং বনসম্পদ রক্ষাকল্পে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জনসচেতনতামূলক  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন, জনাব আনিছুর রহমান, সহকারী বনসংরক্ষক, কক্সবাজার দক্ষিন বন বিভাগ, বিশেষ অতিথি জনাবা ইসরাত ফাতেমা, বন‍্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা,  উক্ত সভা পতিত্ব করেন  জবাব মুফিজুর রহমান চেয়ারম্যান রাজারকুল,  আরো উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রাজারকুল রেঞ্জ, বিট কর্মকর্তা রাজারকুল,আপাররেজু,দারিয়ারিদঘী ও অন‍্যান‍্য স্টাপ ভিলেজার ও ই আর টি সদস‍্যগন সভায় দারিয়ার দীঘি  বিটের এবং আপাররেজু বিটের দেড়শতাধিক নারী-পুরুষ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বন বিভাগের ফরেস্টারসহ  ভিলেজারগণ উপস্থিত ছিলেন।

জনসচেতনতামূলক  সভায় বক্তারা মানুষ  হাতি সংঘাত নিরসন এবং বন্যপ্রাণী  সংরক্ষণে  এলাকাবাসীকে এগিয়ে  আসার  আহ্বান করেন। জনসচেতনতামূলক সভায় সার্বিক সহযোগিতা প্রদান করেন স্পেশাল টিমের ওসি সমির রঞ্জন শাহা।

প্রধান অতিথির বক্তৃতায় জনব আনিছুর রহমান, সহকারী বনসংরক্ষক তিনি  বলেন,  বন্যপ্রাণী  ও বন্যহাতি সংরক্ষণ  আমাদের  নৈতিক দায়িত্ব।নির্বিচারে বন্যপ্রাণী  হত্যা, ধরা এবং শিকার করা যাবে না । বন্যহাতিদের  আঘাত করে   নিধন  করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব  ফেলবে। তিনি আরো বলেন,  সামাজিকভাবে  সচেতন হয়ে আমাদের  মানুষ  ও হাতি সংঘাত নিরসন করে বন্যপ্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে  এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ  জানান,  তবুও যেন হাতিকে আক্রমণ  করা না হয়। বন্যহাতি, বন্যপ্রাণী ,  বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ  রয়েছেন। মানুষ  ও হাতির সংঘাত  নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা   এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে  অভিযান  পরিচালনা  করে  আইনানুগ ব্যবস্থা  গ্রহণ  করা  হবে।  সঠিক তথ্য দিয়ে  সহযোগিতা  করার অনুরোধ জানান  তিনি।

জনাব মুফিজুর রহমান সভাপতির বক্তব্যে   বলেন,  বন বিভাগ বন্যহাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন  করছে।  সরকারি বনভূমি জবরদখলমুক্ত,  বন্যপ্রাণী, ও বন্যহাতিদের সংরক্ষণ   এবং বনজসম্পদ রক্ষায় সার্বিক সহযোগিতা  প্রদান করা হবে।জীব বৈচিত্র রক্ষার্থে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।.

.

ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ