.
পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না, মায়ের তুলনা একমাত্র মা-ই হবিগঞ্জ পুলশি সুপার আক্তার হোসনে তিনি বলেন, মায়ের প্রতি সন্তানের আগাদ ভালোবাসা, শ্রদ্ধা থাকবে এটাই স্বাভাবিক তবে এই ভালোবাসা থাকতে হবে প্রতিমুহুর্ত। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন ও সময়ের প্রয়োজন নেই। পবিত্র কোরআনে মাকে যথাযথ সম্মান ও ভালোবাসার নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তায়ালা বলেন, তোমরা কবল তারই ইবাদত করবে এবং পিতা মাতার সঙ্গে সদ্ব্যব্যবহার করবে।.
.
.
.
যদি তাদের মধ্যে একজন কিংবা দুইজন তোমার নিকটে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যান, তখন তাদরে ‘উফ’ শব্দও বলবে না এবং তাদরে ধমক দেব না। আর তাদরে জন্য দয়ার মধ্য থেকে নম্রতার বাহু ঝুঁকেিয় দাও। এবং পড়ো রাব্বরি হামহুমা কামা রাব্বায়ানি ছগরিা’। (হে আমার পালনর্কতা! তাদরে দুজনরে ওপর এ রকম দয়া কর, যে রকম তারা আমাকে ছোটবলোয় লালন পালন করছেলিনে) .
.
.
মা আমার মা। যাঁর আর্শীবাদ ও ভালোবাসা সব সময় আমার জীবন পরিপর্ণ ছিলো এবং এখনও আছে মা ও বাবা পৃথবিীর অমূল্য সম্পদ। যাঁরা নিজেদের জীবনরে দিক না তাকেিয় সন্তানরে জীবনরে জন্য সমস্ত সুখ-স্বাচ্ছন্দ বিলিয়ে দয়িছেনে। ভালোবাসায় আজকরে বেড়ে উঠা এই্শ্রাদ্ধা, গভীর ভালোবাসা, অফুরন্ত কৃতজ্ঞতা আমার সম্মানতি মা-বাবার প্রতি পৃথবিীর সমস্ত মা বাবাকে আল্লাহ সুখে ও শান্তেিত রাখুন। যাঁরা ইহকাল ত্যাগ করছেনে মহান আল্লাহ তাঁদরেকে বহেস্তে নসবি করুন। হবগিঞ্জ পুলশি সুপার আক্তার হোসনে বপিএিম এর র্গভধারনিী মা তার র্কাযালয়ে গেলে তিনি তাকে ফুল দিয়ে বরণ করনে। ফসেবুক স্ট্যাটাসে উপরোক্ত কথাগুলো লিখে মাকে নিয়ে তিনি ভালোবাসা প্রকাশ করনে।.
ডে-নাইট-নিউজ / মো” উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ
আপনার মতামত লিখুন: