• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যশোরের শার্শায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৬ পিএম;
যশোরের শার্শায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
যশোরের শার্শায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যশোরের শার্শার কাশিপুরে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সুর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এর সমাধীস্থলে পালিত হয়েছে হাজারো মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবসে সমাধীস্থলে রাত ১২ টা ১মিনিটে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

সকাল থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যশোর  ৪৯বিজিবি ব্যাটালিয়ন, নূর মোহাম্মদ শেখের পরিবার, মুক্তিযোদ্ধা কমান্ড, শার্শা থানা পুলিশ, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ,  ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড, সন্তান কমান্ড, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, পাকশিয়া আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।.

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রফেসর অধ্যক্ষ আসাদুল আলম খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর মোঃ সেলিমুদ্দোজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাফর হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, ইউপি সদস্য সিদ্দিক জামান, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আলমগীর হোসেনসহ প্রমুখ।

এ সময় মাজার প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে মিলন মেলার পরিনত হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান আলী।

এছাড়াও নাভারন, বাগাআঁচড়া ও বেনাপোল শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ‍্যদিয়ে দিবসটি শেষ হয়।. .

ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ