উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা মরনোত্তর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রনেশ দাসগুপ্ত'র জন্মবার্ষিকী উপলক্ষে পাঠ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা পার্যায়ে পুরস্কৃত হয়েছেন বানিয়াচঙ্গের ৫ শিক্ষার্থী। রবিবার (১৫ জানুয়ারী) হবিগঞ্জ সুর বিতান মিলনায়তনে জেলা উদীচীর সভাপতি বন্ধুমঙ্গল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। .
পুরস্কার প্রাপ্তরা হলো ক-বিভাগ থেকে তিশা রায়, পিতা প্রকান্ত কুমার রায়, মাতা নিস্কৃতি রায়, গ্রাম নন্দীপাড়া, ৫ম শ্রেণি, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, খ-বিভাগ থেকে মোঃ বিজয় হাসান সাব্বির, পিতা মোঃ হবিব উল্লাহ, মাতা মোছাঃ রহিদা বেগম, গ্রাম পুরান তোপখানা, ৭ম শ্রেণি, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, গ-বিভাগ থেকে, শাহানারা আক্তার মিতা, পিতা মোঃ শাহজাহান মিয়া, মাতা সাবিনা আক্তার, গ্রাম দত্তপাড়া, এসএসসি পরীক্ষার্থী, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, ঘ-বিভাগ থেকে, টুম্পা আক্তার,পিতা রুহুল আমিন, মাতা হাসিয়া বেগম, গ্রাম মাদারীটুলা, একাদশ শ্রেণি, সুফিয়া মতিন মহিলা কলেজ, ঙ-বিভাগ থেকে মোঃ নাজিউর রহমান শ্রাবণ, পিতা মোঃ সাদিকুর রহমান, মাতা পারুল আক্তার, গ্রাম দত্তপাড়া, অনার্স ১ম বর্ষ, বৃন্দাবন সরকারি কলেজ।. .
ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার :
আপনার মতামত লিখুন: