কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে একটি ব্যক্তি মালিকানাধীন জায়গায় রয়েছে। জায়গাতে একের পর এক নিষেধাজ্ঞা থাকার ছিল এবং জায়গাটিতে আজীবন বিবাদীর বিপক্ষে নিষেধাজ্ঞা থাকার পরেও একদল প্রভাবশালী ব্যক্তিরা দখল করতে জোরপূর্বক পায়তারা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। .
রবিবার (৩০ এপ্রিল) সকাল থেকে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ওই জায়গাটিতে সংস্কার করে এবং কিছু গুরুত্বপূর্ণ মালামাল সরে নিয়ে যায় গতকাল থেকে জায়গাটি সংস্কার করেছে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে। তবে ভুক্তভোগী আনসোর আলম ২০১৮ সাল থেকে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরপাক খাচ্ছে, তবু কোন ধরনের শুরহা পাচ্ছে না। তিনি দাবি করেন গতকাল সকাল ৯ টা থেকে স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দীন আহমদ প্রিন্সের নেতৃত্বে কয়েকজন লাঠিয়াল বাহিনী দিয়ে ওই জায়গাটি সংস্কার করে এবং সরকারিভাবে ইজারা দেখিয়ে ওই জায়গা থেকে একটি নতুন ভাবে বাজার বসানোর জন্য পায়তারা চালাচ্ছে।.
এ বিষয় নিয়ে স্থানীয় একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ওই জায়গাটি ওই এলাকার আনসুর আলমের জায়গা এই জায়গাটিতেই কয়েকটি দোকান পাট ছিল একসময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি গত দুই তিন বছর আগে থেকেই এই জায়গাটির উপর নজর দিতে থাকে একপর্যায়ে দোকানপাট ভেঙ্গে দিয়ে বর্তমানে একটি বাজার বসানোর জন্য সংস্কার করে যাচ্ছে তবে আমরা জানি এই জায়গাটি আনসুর আলমের।.
এই বিষয় নিয়ে ভুক্তভোগী আনসুর আলম জানান আমি আমার বাবার পৈত্রিক সম্পত্তি দীর্ঘ বছর ধরে ভোগ করে যাচ্ছি,গত কয়েক বছর আগে আমাদের প্রতিবেশী একটি সিন্ডিকেট কয়েকজনের দাবি করে আমার জায়গাটি দখল করে নিতে চাই আমি এই বিষয় নিয়ে কক্সবাজার কোর্ট থেকে একের পর এক নিষেধাজ্ঞা সহ রায় পেয়ে থাকি একপর্যায়ে তারা আমাকে বাধ্য করে আমি হাইকোর্টের মামলা দায়ের করি। মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট এক পর্যায়ে বিবাদীর বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সাম্প্রতিক আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামল শামসুউদ্দীন আহাম্মদ প্রিন্স এই জায়গাটিতে সংস্কার করে নতুন করে বাজার বসাতে চাচ্ছে কিন্তু আমি আমার জায়গায়টি ফেরত পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ জননেত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চাই, যেন আমি আমার জায়গাটি আগের রুপে ফেরত পেয়ে থাকি।.
এই বিষয় নিয়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার জানান, এই জায়গাটি অর্ধেক একটি গং এর জায়গা ছিল এবং কিছুটা সরকারি জায়গা।তবে আমরা জানি এটি পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করে তাই এই জায়গাটি তে একটি বাজার বসানোর জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় চেয়ারম্যান।.
এই বিষয় নিয়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, এই জায়গাটি সরকারি জায়গা হয়, এটি প্রতিবছরে ইজারা হয়, তাই এ বছরও নতুনভাবে ইজারা হয়েছে বর্তমানে আমাদের বাজারটি বসানো হয়েছে। কারণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একদম রাস্তার পাশে বাজারটি এখানে বাজারটি খুবই ও অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ প্রতিদিন এবং নিত্য নতুন ভাবে দুর্ঘটনা হয়ে থাকে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি জায়গাতে বসিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ নিশ্চিত করতে।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান, কক্সবাজার প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: