মহামান্য রাষ্ট্রপতির প্রতি সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা না করার অনুরোধ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ ৩০ নভেম্বর প্রেরিত এক বিবৃতিতে এ অনুরোধ জানান। বিবৃতি নেতৃবৃন্দ বলেন, নির্মমভাবে বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কারিগর এক সাংবাদিককে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নির্যাতনকারী ডিসি সুলতানা পারভীন দ-প্রাপ্ত হয়েছেন। সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করলে সাংবাদিকদের উপর হামলা যেমন বেড়ে যাবে, বেড়ে যাবে মামলাও। যা একজন সাংবাদিকবান্ধব, সচেতন রাষ্ট্রপতি হিসেবে কোনভাবেই বাঙালি জাতি আশা করে না, আর তাই চাই- দণ্ড মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের মধ্য দিয়ে অবাধ সংবাদপ্রবাহের জন্য নিবেদিত থাকবেন। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: