• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রায়পুরে মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম;
রায়পুরে মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল
রায়পুরে মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে ডাক্তার মঞ্জুরুল আলম নামে এক মুক্তিযোদ্ধা চাঁদাবাজির মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে তার অনুসারীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রায়পুর শহরে আমরা পৌরবাসীর ব্যানারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মঞ্জুরুল আলমের কুশপুত্তলিকা দাহ করে তারা। মিছিলটি রায়পুর পৌর শহরের মুড়িহাটা থেকে শুরু করে রায়পুর আলিয়া মাদ্রাসা সড়ক, রায়পুর সিনেমা হল সড়ক হয়ে রায়পুর থানার পূর্বপাশ্বে প্রাইম ব্যাংকের সামনে এসে জড়ো হয়। এরপর মঞ্জুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন  স্লোগান দিয়ে তার কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে দেয় মেয়রের অনুসারীরা। .

 .

পরে পুড়তে থাকা কুশপুত্তলিকার সামনে দাঁড়িয়ে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটের পক্ষে বক্তব্য দেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক পীরজাদা আরমান হোসেন, রায়পুর পৌরসভার কর্মচারী মহিউদ্দিন বিপু, রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু। এসময় উপস্থিত ছিলেন রানা দেওয়ানজি ও ছাত্রলীগ নেতা শিহাব দেওয়ানজি সহ পৌরসভার কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।.

 .

উল্লেখ্য, গত রোববার (২১ এপ্রিল) মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে প্রধান আসামি করে ৫জন পৌর কর্মকর্তা-কর্মচারীর নামে চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা মঞ্জরুল আলম। .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ