টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে বুধবার(০৫এপ্রিল) বিকালে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যালয়ে আসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। প্রাননাশের হুমকি দেওয়ায় এবং মোড়ে মোড়ে সন্ত্রাসী বাহিনী মোতায়েন থাকায় বাদী ও স্বাক্ষীরা পুলিশী পাহারায় তদন্ত কর্মকর্তার নিকট হাজির হয় আবার পুলিশী পাহারায় বাড়ি চলে যায়। সিন্ডিকেডের কারনে বাদী,স্বাক্ষী নির্ভয়ে কোন বক্তব্য উপস্থাপন করতে পারেনি বলে বাদী পক্ষ অভিযোগ করেছে। তদন্ত কর্মকর্তার নিকট আগে থেকেই উপস্থিত ছিলেন,অভিযুক্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের লোকজন। বাদী সাদেকুর রহমান বলেন,সাবেক সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন,ইউপি সদস্য রফিকুল ইসলাম রতন গংরা পূর্ব থেকেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য জোট বেধে বসেছিল এবং আমাকে,আমার স্বাক্ষীদের তদন্ত কর্মকর্তার নিকট হাজির হলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি দিয়ে আসছিল।.
তারা চরম নিরাপত্তাহীনতায় তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট হাজির হতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার(০৭এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মসজিদে ইউসুফ আলী পিতা মৃত সোহরাব আলী,মোফাজ্জল হোসেন পিতা মৃত জয়েন উদ্দিন,শুকুর মাহমুদ পিতা মৃত সেকান্দার,শহিদ,জাহিদ উভয় পিতা হালিম,লেবু মিয়া পিতা মৃত নস্কর আলী,আজাহার আলী পিতা লোকমান,রুস্তম আলী পিতা মৃত হাইছা,বজলুর রহমান পিতা মোফাজ্জল সর্বসাং কালিয়ান সরকার পাড়া,পোঃ বেতুয়া,সখিপুর,টাঙ্গাইল-ফজল এবং সাদেকুর ও তার ছেলে হাবিবকে মারপিট করে মসজিদ থেকে বের করে দেয় । বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ বিষয়ে বিচার প্রার্থনা করে সাদেকুর বাদী হয়ে রবিবার(৮এপ্রিল) টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: