• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম;
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে দিনাজপুর সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদপত্র পেল দিনাজপুরের ফুলবাড়ীর সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’। যার নিবন্ধন নম্বর দিনাজ/২৫৭৩/২০২৩।.

রবিবার (৯ জুলাই) বিকেল ৪ টায় দিনাজপুর জেলার সমাজসেবা অধিদপ্তরে সংগঠনটির সভাপতি সাংবাদিক প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানার হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক প্রামানিক।.

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. গোলাম রব্বানী, সংগঠনটির সহসভাপতি শাকিল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, সদস্য পলাশ দাশ বাপ্পি, আমিনুল ইসলাম, কংকনা রায়, শাহরিয়ার আসিফ দিনার, আইরিন আক্তার, দেবাশীষ সরকার সঞ্জু, আরিয়ান বাবু প্রমুখ।.

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬১ সনের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে দিনাজপুরের ফুলবাড়ী থেকে পরিচালিত ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’ এই বর্ণিত শর্তাদি পূরণ করায় এই সংগঠনকে সরকারি সীলমোহরে নিবন্ধন করা হয়।.

সংগঠনটির সভাপতি সাংবাদিক প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, সংগঠনটি ২০২০ সাল থেকে কর্মএলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত, মাদকমুক্ত, জঙ্গীবাদমুক্ত, বাল্যবিবাহমুক্ত, পরিবেশ ও জলবায়ু রক্ষা, নারী ও শিশু অধিকার বাস্তবায়নের মাধ্যমে কাজ করছে।.

আমরা আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। এই সংগঠনটি এখন ফুলবাড়ীর আইকন। সকল বাঁধা-বিপত্তি, ষড়যন্ত্রকে ভেদ করে নিজ গতিতে এগিয়ে চলেছে সংগঠন। বর্তমানে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় কাজে আরও গতি আসবে বলে মনে করি আমরা। আমরা মানবতার সেবায় আগামীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছি।.

ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, মানবতার দৃষ্টান্ত গড়েছে আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা। তারা ফুলবাড়ীতে ব্যাপক সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। একঝাঁক তরুণ-তরুণীদের সমষ্টিতে গড়া এ সংগঠন। যুগযুগ এভাবেই ভালো কাজ করে যাক সংগঠনটি এই কামনা করছি।.

দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক প্রামানিক বলেন, স্বচ্ছতা নিয়েই সংগঠনটি সরকারি অনুমোদন লাভ করেছে। সংগঠনটির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ