বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। বাংলা ১৪৩১ সালকে বরণ করে নিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ‘উপজেলা প্রশাসন, নববর্ষ উদযাপন পরিষদ ও বিশ্বনাথ থিয়েটার’র যৌথ উদ্যোগে দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানের ‘মঙ্গল শোভাযাত্রা’য় ছিল বাঙালীদের ঐতিহ্যের প্রতিকৃতি সমৃদ্ধ প্যাকার্ড। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।.
.
রোববার (১৪ এপ্রিল) বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের উৎসব। এক সময় চিরায়ত বাংলার সংস্কৃতির এ উৎসব পালনে একটি অপশক্তি বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তারা মঙ্গল শোভাযাত্রাকেও নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে সবকিছু মোকাবেলা করেছেন। এখন আর কোনো অপশক্তি বাংলার সার্বজনীন ওই উৎসবে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। তাই নতুন বছরে এদেশ থেকে সকল জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে নস্যাৎ করে সেই অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।.
.
জাতীয় সঙ্গিত পরিবেশনের পর বৈশাখী গানের মাধ্যমে এবারের বর্ষবরণ অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হয়। উদ্বোধক হিসেবে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। বাউল গানের পরিবেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় আবহমান বাংলার ‘হাড়ি ভাঙ্গা, কাবাডি ও মোরগের লড়াই’ প্রতিযোগীতা।.
.
নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মকদ্দছ আলী ও সদস্য সচিব নবীন সুহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।.
.
অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখদ্দুছ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শমসাদুর রহমান রাহিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, ‘ভাইস চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ আজাদ, কাউন্সিলর রফিক হাসান, আনোয়ার আলী, অপু চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, সদস্য রাজু আহমদ খান, জাবেদ আহমদ, মনোহর হোসেন মুন্না, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নূর, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হিরা মিয়া, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাসনা বেগম, লাকী বেগম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সেলিম আহমদ, বিশ্বনাথ ডেভোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ, উজ্জ্বল আহমদ, সাইদুল ইসলাম, মাসুদ আহমদ রিপন প্রমুখ।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: