• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবিতে ফের শ্রমিকরা উত্তপ্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম;
সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবিতে ফের শ্রমিকরা উত্তপ্ত
সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবিতে ফের শ্রমিকরা উত্তপ্ত

হাতে ভেলচা ও স্টিলের চাউনি নিয়ে নানা শ্লোগান নিয়ে পাথর কোয়ারী খোলে দেওয়ার দাবীতে জাফলংয়ের পাথর শ্রমিকরা আন্দোলন ও কর্মসূচিতে নেমেছে।.

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাফলং ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে  জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুদ্ধ বারকি শ্রমিকরা। সেখানে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।.

জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের সঞ্চালনায় প্রতিবাদ বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মিনহাজুর রহমান, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, আব্দুস সালাম, জাফলং ট্রাক চালক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, মধ্য জাফলং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি রমজান মোল্লা, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ জাহিদ প্রমুখ।.

সভায় অনতিবিলম্বে বারকী শ্রমিকদের কর্মসংস্থান খোলে না দিলে বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা  দেওয়া হয়। শ্রমিক অবরোধের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং অংশে টানা ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে কওে ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী পরিবহণের যাত্রীরা।. .

ডে-নাইট-নিউজ / সিলেট প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ