ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মাতোয়ারা হলো হবিগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত ক্ষুদে শিক্ষার্থীরা। হবিগঞ্জ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।.
করোনার কারণে গত দুই বছর বই বিতরণ উৎসবে ছেদ পড়ে। নতুন বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসবের আয়োজন করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।.
হবিগঞ্জ জেলার নিম তলা কালেক্টর প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুহাম্মদ সাদিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাসির, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।.
এ ছাড়াও শহরের সরকারী উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানিকভাবে নতুব বই বিতরণ করা হয়েছে।.
জানা যায়, হবিগঞ্জ জেলায় সকল স্তরের মোট বইয়ের চাহিদা ৩১ লক্ষ ২ হাজার ৬৭৯ । বছরের প্রথম মাসেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শেষ হবে বলা জানা যায়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: