খাবারে রঙ ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে হবিগঞ্জের নামীদামী ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।.
আজ হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এবং র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি চৌকস দলের সার্বিক সহযোগিতায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।.
অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ১। সাহিদ চক্ষু হাসপাতাল ফার্মেসি কে ১০ হাজার টাকা খাবারে রঙ ব্যাবহারের অপরাধে ২। ফুড গ্যালারী কে ৬ হাজার টাকা এবং ৩। রুপসজ্জা গোল্ডপ্লেট এন্ড কসমেটিকস কে বি এস টি আই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ॥
আপনার মতামত লিখুন: