হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে হুমকির মুখে পড়েছে শহর প্রতিরক্ষা বাধসহ ব্রীজগুলো। যে কোনো সময় ব্রিজ ভেঙ্গে হবিগঞ্জ-নবীগঞ্জ, পইলসহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।.
জানা যায়, প্রভাবশালী একটি চক্র ড্রেজার মেশিন ও এক্সেভেটরসহ বিভিন্ন মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে খোয়াই নদী থেকে। আর এসব বালু স্তুপ করে রেখে ট্রাক্টর, লরি দিয়ে বিভিন্ন স্থানে পাচার করার কারণে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে।.
জানা যায়, শহরের খোয়াই নদীর মাছুলিয়া, তেঘরিয়া, মশাজান, যশোরআব্দা ও পোদ্দার বাড়ি রিভারভিউ এলাকাসহ বেশ কিছু স্থান থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে যে কোনো সময় মাছুলিয়া ব্রিজটি ধ্বসে পড়ে পইলসহ ৮ গ্রামের হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ।
আপনার মতামত লিখুন: