• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

  "আমার গাড়ি নিরাপদ " ডাটাবেজের মাধ্যমে উদ্ধার। 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম;
  "আমার গাড়ি নিরাপদ " ডাটাবেজের মাধ্যমে উদ্ধার। 
  "আমার গাড়ি নিরাপদ " ডাটাবেজের মাধ্যমে উদ্ধার। 

জনাব মোশারফ হোসেন, সহকারী পরিচালক ( কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,  চট্টগ্রাম এর ২,৩৬,০০০/- টাকা  "আমার গাড়ি নিরাপদ " ডাটাবেজের মাধ্যমে উদ্ধার। .

১৭/. এপ্রিল /২২ ইং ৩.০০ ঘটিকার সময় বেতনের  ২,৩৬,০০০/ টাকা, গুরুত্বপূর্ণ ০৪ টি দাপ্তরিক ফাইল, ব্যাংকের একটি চেক বই এবং সীলমোহরসহ  চট্টগ্রাম কলেজ গেইট থেকে একটি মেট্রো সিএনজি ভাড়া করেন  জনাব মোশারফ হোসেন।  বায়েজিদ বোস্তামি থানাধীন বালুছড়া গামী রাস্তার দিকে জামান হোটেলের সামনে টাকা, ফাইল ও চেকবই সিএনজিতে  রেখে কিছু কেনার জন্য নামলে উক্ত সিএনজি ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়।  বিষয়টি ভিকটিম থানায় অবগত করলে বায়েজিদ থানা এলাকায় বিট পুলিশিং এর মাধ্যমে স্থাপিত ১৭ টি সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনাপূর্বক সিএনজি টিকে সনাক্ত করা হয়।  .

 পরবর্তীতে সিএমপি  কর্তৃক নতুন তৈরি "আমার গাড়ি নিরাপদ " ডাটাবেজ এর  মাধ্যমে  সিএনজির মালিক এবং ড্রাইভারকে সনাক্ত করে সরকারি কর্মকর্তার ফেলে যাওয়া শিক্ষা বোর্ডের মূল্যবান নথি,  দাপ্তরিক  ০৪ টি ফাইল,  ব্যাংকের চেক বই, সরকারি কর্মকর্তার নামাঙ্কিত দাপ্তরিক সীলমোহর এবং নগদ টাকা ১৮/৪/২২ তারিখ ০২.২৬ ঘটিকার সময়  উদ্ধার করা হয়।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ