বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি, সিলেট জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য বিশ্বনাথ উপজেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মো. বাবুল মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। .
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।.
.
কলেজ অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক (বাংলা) দিলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য শিক্ষাবিদ মো. বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ফারুক আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি একেএম হেকিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, জামায়াত নেতা হাফেজ আব্দুল কাইয়ুম। কলেজের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (ইংরেজি) আব্দুর রশীদ।.
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সুহেনা বেগম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হোসনা বেগম।.
.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুন নুর, বিশিষ্ট মুরব্বি বদরুল ইসলাম পিয়ার আলী, রামপাশা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, রামপাশা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জুনাব আলী, সংগঠক মনসাদ আহমদ, হাফিজুর রহমান।.
.
কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছুর রহমান, আফিয়া বেগম, খয়ের আহমদ, সালমা আক্তার, সুভদ্রা রানী তালুকদার, নাসরিন জাহান, মোস্তফা কামাল, আমিনুল হক, ফাহিমা বেগম শাম্মী,.
.
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ বশির উদ্দিন প্রমুখ।.
.
অনুষ্ঠানে বক্তারা সভাপতি আ্যডভোকেট খালেদ হোসেন ও সদস্য শিক্ষাবিদ বাবুল মিয়াকে সৎ ও যোগ্য ব্যক্তি হিসাবে তুলেধরে বলেন, গত ৫ আগষ্টের একটি অবৈধ ও জালিমশাহী সরকারের পতনের মাধ্যমে দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশের ফসল হচ্ছে আ্যডভোকেট খালেদ হোসেন ও শিক্ষাবিদ বাবুল মিয়ার মত যোগ্য মানুষের মূল্যায়ন।.
.
বক্তারা ৫ আগষ্টের বিল্পবী সৈনিকদের অভিনন্দন জানান। . .
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: